বিন¤্র শ্রদ্ধা আর নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। বৃহস্পতিবার সকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত আর কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে সকাল আটটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহান আরা বেগম, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে সকাল নয়টায় সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া সকাল থেকে বঙ্গবন্ধু উদ্যানে শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা। সকাল সাড়ে ১০টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল এবং কাঙালী ভোজের আয়োজন করা হয়।