জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দু:স্থদের মাঝে খাবার বিতরণ, শোক র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে সকালে কালীবাড়ীস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন, দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা। এ সময় সংসদ সদস্য মনিরা বেগম মনি, সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়ও সকাল ৯ টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ মাঠে অস্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মিজানুর রহমাান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতাকর্মী, বিভিন্ন স্কুল-কলেজ, সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান। সেখান থেকে একটি শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে টাইন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।