যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় শোক র্যালি, ৯টায় বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পূষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা, মুক্তিযোদ্ধা বিষয়ক কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আউসান উল¬¬াহ শরীফি’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগে সভাপতি ও পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি শোক র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সুধী মহল ও পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনী অথবা মুক্তিযোদ্ধা বিষয়ক কবিতা আবৃতি, রচনা প্রতিযোগীতা, হামদ-নাত প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগ মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে এদিন দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।