বড়াইগ্রামে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে হোসেন আলী (৫০) নামে এক লম্পট। হোসেন আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মৃত লুলু সরকারের ছেলে। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে, ধর্ষণের ঘটনাটি গ্রাম প্রধানদের জানানোর কারণে হোসেন আলীর শ্যালক দেলোয়ার হোসেন শিশুটির বাবাকে মারপিট করে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে।
শিশুটির বাবা জানান, হোসেন আলী বিয়ের পর থেকেই আটঘরিয়া গ্রামে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলো। মঙ্গলবার খেলনা কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে সে কোলে করে তার খালি বাড়িতে নিয়ে যায়। পরে তাকে মুখ চেপে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির মা শিশুটিকে খুুঁজতে গেলে হোসেনের বাড়ির পাশে তাকে পায়। পরনের প্যান্ট ভিজা দেখতে পেয়ে শিশুটির মা জিজ্ঞাসা করলে শিশুটি সব ঘটনা খুলে বলে। পরে ৯৯৯-এ কল করে জানালে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
এ ব্যাপারে ওসি (তদন্ত) সুমন হোসেন জানান, শিশুটির মেডিকেল চেক আপ সম্পন্ন করা হয়েছে। আসামীকে আটকের চেষ্টা চলছে।