কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর বাজারের ১০ দোকান ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে মৌওলানা আবুল হোসেন,আলম মিয়া,মোহাম্মদ আলী দর্জি,শুকুর আলী,আব্দুর রশিদ,ইয়াকুব আলী,শ্রী হারানো,হাফিজুর রহমান দর্জি,শফিকুল ইসলাম ও আবু শামা দোকান ঘর পুড়ে গেছে। মনোহারী দোকান,কাপড়ের দোকান,ওষধের দোকান,কম্পিউটারের দোকান ও দর্জি দোকানসহ ১০টি দোকার পুড়ে যাওয়ায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান বিডিআর জানিয়েছেন। মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে নয়াচর বাজারের আলম মিয়ার মুদির দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মশার কয়েরের আগুন থেকে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকান ঘরগুলো পুড়ে ছাঁই হয়। রাত ৩ থেকে ভোর ৫টায় পর্যন্ত এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে বলে ইউপি মেম্বর সাইফুল ইসলাম জানিয়েছেন। বন্যায় রাস্তা-ঘাট বেহাল হওয়ায় ফায়ার সার্ভিসকে জানানো হয়নি বলেও তিনি জানান।