দেশের সমৃদ্ধি অব্যাহত রাখা এবং দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল আটটায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দসহ নানান শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নগরীর ষ্টীমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন বেগ এর ইমামতিতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস সহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
নামাজের পূর্বে বিভাগীয় কমিশনার তার বক্তব্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
শোক সংবাদ রায়হান মিয়া
এফএনএস (বরিশাল প্রতিবেদক) : সাংবাদিক মর্জিনা বেগমের বাবা রায়হান মিয়া (৭৫) বাধ্যর্কজনিত কারণে রবিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার নবাবগঞ্জ এলাকার মেয়ের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির....রাজিউন)। তিনি ২ পুত্র, ৫ কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।