ছয় ঘন্টার মধ্যে নগরী থেকে কোরবানির বর্জ্য অপসারণ করে রেকর্ড গড়েছেন বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পাশাপাশি ঈদের পরের দুইদিনে নগরীতে জবাইকৃত পশুর বজ্যের পাশাপাশি গৃহস্থলির নিয়মিত বর্জ্য নেয়ার কাজও শুরু করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কঠোর নির্দেশনা অনুযায়ী সোমবার বেলা দুইটা থেকে নগরীর ওয়ার্ডগুলো থেকে পরিচ্ছন্নতা কর্মীরা কোরবানির বর্জ্য নিতে শুরু করে। রাত আটটা নাগাদ কোরবানির বর্জ্য নেয়ার কাজ শেষ করা হয়। পরবর্তীতে ঈদের পরের দুইদিনে নগরীতে জবাইকৃত পশুর বজ্যের পাশাপাশি গৃহস্থলির নিয়মিত বর্জ্য নেয়ার কাজও শুরু করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা।
বিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম বলেন, মেয়রের নির্দেশে আমরা যতো দ্রুত সম্ভব কোরবানির বর্জ্য নগরী থেকে অপসারণ করেছি। নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছিলো। তিনি বলেন, আমাদের তিনশ’ পরিচ্ছন্নতা কর্মী রয়েছে। কোরবানির সময়ে আরও ছয়শ’ কর্মী যুক্ত করা হয়। যাদের দিয়ে একযোগে পরিচ্ছন্নতা কাজ কারানো হয়েছে। পাশাপাশি বিগত সময়ের চেয়ে এবার ময়লাবহনকারী যানবাহনের সংখ্যাও বাড়ানো হয়েছিলো।