নগরীর উত্তর কাউনিয়া এলাকায় সাত বছর বয়সের আব্দুল্লাহ সিয়াম নামের এক শিশুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শিশুর বাবার অভিযোগ সিয়ামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে শিশুটির মা বলছেন পানিতে ডুবে সিয়াম মারা গেছে।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিশু সিয়ামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। এরআগে সোমবার ঈদের দিন সন্ধ্যায় সিয়ামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু সিয়াম ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের আতাহার আলী খানের পুত্র। সিয়াম উত্তর কাউনিয়া এলাকায় তার গৃহপরিচারিকা মা আসমা বেগমের সাথে থাকতো।
সিয়ামের খালা মনি আক্তার জানান, দাম্পত্য কলহের জেরধরে আতাহার আলী খানের সাথে তার বোন আসমা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। পরে আসমা তার ছোট ছেলে সিয়ামকে নিয়ে ফারুক নামের এক ব্যক্তিকে বিয়ে করে কাউনিয়া এলাকায় বসবাস করে আসছিলো।
তিনি আরও জানান, সোমবার সন্ধায় সিয়ামসহ স্থানীয় তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করছিলো। এ সময় দুই শিশু এসে তাদের জানায় সিয়াম পানিতে ডুবে যাচ্ছে। তাৎক্ষনিক তারা পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করেন। ততক্ষণে সিয়ামের মৃত্যু হয়েছে। তবে সিয়ামের বাবা আতাহার আলী খান অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সিয়ামকে হত্যা করা হয়েছে। এর সাথে তার (সিয়াম) মা জড়িত রয়েছে। এ ঘটনায় তিনি আইনি সহায়তার দাবি করেন।
কাউনিয়া থানার ওসি (তদন্ত) গোলাম কবির জানান, শিশুটির মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। তাই মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।