কোরবানির গরুর মাংস কাটার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জসিম উদ্দিন হাওলাদার (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে। মৃত জসিম উদ্দিন ওই গ্রামের মৃত ইব্রাহিম হাওলাদারের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির লোকজনের সাথে কোরবানি দেওয়া গরুর মাংস কাটার সময় জসিম বুকে ব্যাথা অনুভব করে। তাৎক্ষনিক তাকে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।