ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে সাতলাগামী যাত্রীবাহী বাসের চাঁপায় ফজলুল হক হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। নিহত ফজলুল হক সানুহার গ্রামের মৃত আফসার উদ্দিন হাওলাদারের পুত্র। দূর্ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় বৃদ্ধ ফজলুল হককে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।