বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় প্রায় আড়াই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে আজ। চট্রগ্রামের চান্দনাইশ শাহ সুফি দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফের অনুসারীরা আজ ঈদের নামাজ পড়বে। বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী গ্রামের সরোয়ার খলিফা বাড়ি,খানপুরা গ্রামের জাহাঙ্গীর সিকদারের বাড়ি,মাধবপাশা সাদেক দুয়ারীর বাড়ি,কেদারপুর গ্রামের আঃ মান্নান হাওলাদারের বাড়ি, মুলাদী উপজেলার শ্রিরামপুর ও বদরটুনির দরবার শরীফ,সরিকল গ্রামের আকন বাড়ি।