প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পৃথক পৃথক ভাবে ব্যানার নিয়ে র্যালী করে ফটোসেশনের মাধ্যমে মশক নিধনের চলছে কার্যক্রম। সারাদেশে মশক নিধনের জন্য ওষুধ ছিটানো ও পরিস্কার-পরিচ্ছন্নতা যে ভাবে চালানো হচ্ছে তার কোনো কিছুই প্রভাব পড়েনি এ উপজেলায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলা সদর ইউনিয়নের বাবুগঞ্জ বন্দরের কেদারপুর খেয়াঘাট সড়কের পাশে রয়েছে ময়লা আর্বজনার স্তুপ থাকার গন্ধে পথচারীরা নাকে রুমাল দিয়ে হাটতে হয়। স্থানীয়দের অভিযোগ ডেঙ্গুর আতঙ্কে ভূগছে সারা বাংলাদেশ, সেখানে উপজেলায় পর্যায় সরকারি ভাবে এখন পর্যন্ত কোনো ওষুধ না আশায় উপজেলাবাসী রয়েছে আতংকে। ৭০ বছরের বৃদ্ধা আমির হোসেন বলেন সরকার ডেঙ্গু নিধনের জন্য ঘোষনা কাগজ কলমে থাকলে চলবে না বাস্তবে তারা দেখতে চায়,অনতিবিলন্বে সরকারি ভাবে গ্রামগঞ্জে মশক নিধনের দাবি করছেন।