আমতলী পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।
জানাগেছে, আমতলী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পৌরসভার উদ্যোগ আমতলী কেন্দ্রিয় ঈদগাহ ময়দানের মূল ফটকে তোরণ ও আলোক সজ্জাসহ ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান বলেন, কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা যাতে সুন্দরভাবে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।