বরিশাল বিএম কলেজের ছাত্রনেতা, দৈনিক ইত্তেফাকের বরিশাল সংবাদদাতা শহীদ নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে সকালে তার গ্রামের বাড়িতে দোয়া অনুষ্ঠান, চাওড়া কারিগরি ও কৃষি কলেজে স্মরণসভা ও বিকালে পিভিএ হল রুমে নজরুল স্মৃতি সংসদ-এনএসএস স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করেছে। উল্লেখ্য ১৯৭৩ সনে ১০ আগস্ট বরিশাল বিএম কলেজ হোস্টেল থেকে ডেকে নিয়ে দুবৃত্তরা নজরুল -সদরুল-সমরেশ এই তিন ছাত্রনেতাকে গুম করে। নজরুল এ সময় ছাত্র রাজনীতির পাশাপাশি দৈনিক ইত্তেফাকের বরিশাল সংবাদদাতা হিসাবে কমরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনার জেলার আমতলী উপজেলায়।