আমতলী পৌরসভার জয় প্রকাশ গিনি হাউজের সার্টারের কয়রা ভেঙ্গে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে।
জানাগেছে, আমতলী পৌর শহরের কেন্দ্রিয় দুর্গা মন্দির স্টলের জয় প্রকাশ গিনি হাউজের দোকান মালিক ঝন্টু কর্মকার, তার ছেলে জয় প্রকাশ কর্মকার ও কারিকর দেবাষিস শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। ওই দিন গভীর রাতে চোর চক্র দোকানের সামনের সার্টারের কয়রা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। পরে দোকানের স্টিলের আলমিরা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণ, ৩ কেজি রৌপ্য ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে। শনিবার সকালে দোকান মালিক ঝন্টু কর্মকার দোকানে এসে দোকানের সার্টারের কয়রা ভাঙ্গা দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জয় প্রকাশ গিনি হাউজের মালিক ঝন্টু কর্মকার বলেন, চোর চক্র দোকানের আলমিরা ভেঙ্গে ৫ ভড়ি স্বর্ণ, ৩ কেজি রৌপ্য ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।