বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রাম থেকে জামিনে থাকা মামলায় যুবককে আটক করে হয়রানীর উদ্দেশ্যে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে জেলার উজিরপুর থানা পুলিশের বিরুদ্ধে।
শনিবার সকালে উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রামের দিনমজুর সোহরাব হোসেন বেপারী অভিযোগ করে বলেন, গত দুই বছর পূর্বে ইভটিজিংয়ের একটি সাজানো মামলায় তার পুত্র হাসান বেপারী (২১) কে জেলহাজতে পাঠায় উজিরপুর থানা পুলিশ। ওই মামলায় দীর্ঘদিন থেকে আদালতে হাজিরা দিয়ে আসছিলো হাসান বেপারী। এরমধ্যে কয়েকটি তারিখে হাজিরা না দেওয়ায় তার (হাসান) বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। পরে ওই মামলায় সে পূনরায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে জেলহাজতে পাঠায়। গত ১৭ জুন ওই মামলায় পূনরায় সে (হাসান) জামিনে মুক্ত হয়ে ১৮ জুন উজিরপুর থানায় রিকল জমা দিয়ে রিসিভ কপি নিয়ে আসেন।
সোহরাব হোসেন অভিযোগ করে আরও জানান, গত বৃহস্পতিবার (৮ আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উজিরপুর থানার এসআই আইয়ুবসহ কয়েকজন কনস্টবল তার বাড়ীতে গিয়ে জামিনে থাকা মামলায় হাসানকে আটক করে। এ সময় থানায় জমা দেওয়া রি-কলের কাগজ দেখালেও তাতে কর্ণপাত না করে হাসানকে ছেড়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবী করে এসআই আইউব। তিনি আরও জানান, এসআই আইউবের দাবীকৃত টাকা দিতে না পারায় বৃহস্পতিবার রাতভর হাসানকে থানায় আটক রেখে কোন কারণ ছাড়াই শুক্রবার সকালে আদালতে প্রেরণ করে। পরে শুক্রবার দুপুরে রি-কলের কাগজপত্র নিয়ে আইনজীবী সহকারী মনিরুজ্জামান ফরিদ হোসেনের সহায়তায় কোর্ট জিআরও’র কাছে রি-কলের কাগজ দেখিয়ে হাসানকে মুক্ত করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের সহকারী (মুহুরী) মনিরুজ্জামান ফরিদ হোসেন জানান, উজিরপুর থানায় রি-কলের কপি রিসিভ করার পরও থানা পুলিশ হাসান বেপারীকে আটক করে চালান দিয়েছে যা খুবই দুঃখজনক।
চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে এসআই আইউব জানান, আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, আসামি রি-কলের কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগি পরিবারটি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।