ঈদুল আজহার আর মাত্র ২দিন বাকী। এরইমধ্যে জামালপুরের সরিষাবাড়ী ও সখীপুরের বড় চুনার প্রতিটি হাট বাজারের শপিংমল গুলোতে ঈদের কেনা কাঁটা জমে উঠেছে। ব্যস্ত সময় পাড় করছে প্রতিটি গার্মেন্টেসের দোকান, থান কাপড়, শাড়ী ,কসমেটিক্সের দোকান সহ জুতা সেন্ডেলের দোকানের মালিক ও কর্মচারীরা। সেই কাকডাকা ভোর থেকে রাত গভীর পর্যন্ত চলছে এই বেচাকেনা। তবে এই কোরবানি ঈদে থান কাপড়ের দোকানের চেয়ে শাড়ী এবং গার্মেন্টেসের দোকানে বেচা কেনা চোখে পড়ার মত। ক্রেতারা সকল কিছুরই বাজার মূল্য সহনীয় পর্যায়ে বলে কেনাকাটা করে স্বাচ্ছন্দবোধ করছে। তবে দোকানদাররা জানান দেশী কাপড়ের চেয়ে ইন্ডিয়ান কাপড়ের চাহিদা সব চেয়ে বেশী। মেয়েদের টাঙ্গাইলের শাড়ী, জামদানী . রাজশাহীর শিল্ক এবং কাতান শাড়ী বেশী বিক্রী হচ্ছে। তাছাড়া ইন্ডিয়ান সেলোয়ার,কামিজ এবং ছেলেদের বিভিন্ন প্রকার বাহারী পাঞ্জাবী বেচাকেনা বেশ ভালই চলছে।
তবে এ ঈদে বিভিন্ন প্রকার পোষাকের বাজার দর যেমনটাই হোক না কেন এ দেশের মুসলমানেরা আত্ম ত্যাগ ও পশু কোরবানীর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিনটি কাটাবেন বলে তাদের সবারই একমাত্র প্রত্যাশা।