ইসলামি মূল্যবোধের উন্নয়ন ও সংস্কৃতি বিকাশ চর্চায় সরকারী অর্থায়নে জেলার আগৈলঝাড়া উপজেলায় ১২ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে তিন তলা বিশিষ্ট উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে। শনিবার সকালে আগৈলঝাড়া-গৌরনদী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে ফুল্লশ্রী এলাকার ৪৩ শতক জায়গার উপর মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত ও কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।