কোরবানীর ঈদকে সামনে রেখে শনিবার সকালে জেলার গৌরনদী উপজেলার বিভিন্নস্থানের পশুর হাটে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন অভিযান চালিয়েছে। এ সময় প্রশাসনের অনুমতি ছাড়া উপজেলার বিল্লগ্রামে অবৈধভাবে বসা পশুর হাট উচ্ছেদ করে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। পশুর হাটে পশুকে ক্ষতিকর হরমোন ব্যবহারসহ রোগাক্রান্ত গরু বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন ও প্রাণি সম্পদের ভেটেরিনারি সার্জন ডাঃ মাসুম বিল্লাহ থানা পুলিশের সহায়তায় মাহিলাড়া, নলচিড়া ও সরিকলের পশুর হাটে অভিযান পরিচালনা করেন।