বরিশালের বাবুগঞ্জে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা ও নদী ভাঙলীদের মাঝে ঈদ আনন্দ নেই।সরকারি সাহায্য সহযোগিতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। জানা গেছে ২০০০ সালে আওয়ামীলীগ সরকার উপজেলা থেকে বিচ্ছিন্ন জাহাঙ্গীর নগর ও কেদারপুর ইউনিয়নের মধ্যবর্তী মৌজার নতুনচর ভূতেরদিয়া সন্ধ্যা নদীর তীরে আশ্রয়ন প্রকল্পটির নির্মান করা হয়।বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ১০টি শেডে ১০০টি ভূমিহীন ও দুস্থদের বসবাসের জন্য আশ্রয়ন প্রকল্পটি করা হয়। বর্তমানে আশ্রয়ন প্রকল্পে ৫০টি পরিবার বসবাস করছে এবং ৫০টি ঘর পরিত্যাক্ত রয়েছে। ঈদুল ফিতর ও ঈদ-উল আযহা এ দু’টি র্পব আসলে কেউ তাদের খোঁজ নেয়নি বলে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ। কেদারপুর ইউনিয়ন পরিষদ থেকে হাতে গোনা কয়েকজনকে ১০কেজি করে চাল দেয়া হয়েছে।বাকি ভূমিহীনদের এক ছটাক চাল দেয়নি বলে অভিযোগ । অপরদিকে সস্প্রতি বাবুগঞ্জে শতাধীক পরিবার নদী ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছে। এ সব নদী ভাঙলীরা সড়কের পাশে ঝোপড়ি ঘর নির্মান করে মাথা গোজার ঠাঁই করে নিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। নদী ভাঙনে কবলিত পরিবারের মধ্যে অনেকেই কোরবানি দেয়ার কথা থাকলে নদী ভাঙনে কেড়ে নিয়েছে তাদের আনন্দ উৎসব।নদী ভাঙনে নিঃস্ব হওয়া পরিবার মোঃ ইউনুছ আলী,মফছের আলী বলেন আসন্ন ঈদ-ঊল আযাহার আর মাত্র তিন দিন বাকি। কিন্তু তাদের সব আনন্দ উৎসব ধুলিসাৎ করে দিয়েছে রাক্ষসী আড়িয়াল খাঁ ও সন্ধ্যা নদী।