ঈদে পশুর হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল টাকা ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে র্যাব নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।শুক্রবার সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের ডিজি।ঈদযাত্রা নির্বিঘœ করতে প্রতিটি বাস-লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থা মনিটর করছে র্যাব। দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার জন্য এবার অনেক সড়ক ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে যান চলাচলে কোথাও কোথাও ধীরগতি রয়েছে। যতটুকু সম্ভব ঈদযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।বেনজীর আহমেদ বলেন, ‘গরুর হাটের নিরাপত্তা, বেপারীদের নিরাপত্তা, ক্রেতাদের নিরাপত্তা, জাল টাকার বিষয়, অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা যাতে না ঘটে, সে বিষয়ে নজর রাখছি।’ তিনি আরো বলেন, ‘বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও বাসস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আছে, মনিটরিং আছে।’ঈদের আগে, ঈদের দিন ও ঈদ-পরবর্তী নিরাপত্তার বিষয়ে পৃথক পরিকল্পনা রয়েছে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ‘সারা দেশে মহাসড়কে ৪২টি দুর্ঘটনাপ্রবণ এলাকা শনাক্ত করা হয়েছে।’ যেসব স্থানে অতিরিক্ত নজরদারি রয়েছে বলে জানান তিনি।