২০১৯ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক(এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করা ১৮ পরীক্ষার্থীর ফলাফল আটকে রাখায় তাদের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পরেছে। শুক্রবার বেলা ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগের পাশাপাশি বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে ফলাফল আটকে রাখাসহ তদন্ত ও জিজ্ঞাসাবাদের নামে এক পরীক্ষার্থীকে কক্ষের মধ্যে আটকে মারধরের অভিযোগ করেছেন ওই ১৮ শিক্ষার্থীর অভিভাবকরা।
১৮ পরীক্ষার্থীর অভিভাবকদের পক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিভাবক মাহবুব আলম বলেন, ২০১৯ সালের ১৭ জুলাই এইচএসসি (সেশন ২০১৭-১৮) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। কিন্তু আমাদের ১৮ জন সন্তানের পরীক্ষার ফলাফল স্থগিত রাখা হয়। এজন্য ফলাফল প্রকাশের আবেদন জানিয়ে গত ১৮ জুলাই বোর্ড চেয়ারম্যান বরাবরে লিখিত আবেদন করা হয়েছে। এর প্রেক্ষিতে গত ২৪ জুলাই বোর্ডের আইন শৃঙ্খলা কমিটির সভা পরবর্তী ১৮ পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের বিষয়ে আশ্বস্ত করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম। কিন্তু সভা পরবর্তী ২৫ জুলাই বোর্ডের ওয়েবসাইটে ১৮ শিক্ষার্থীর ফলাফল পূর্বের ন্যায় স্থগিত (উইথেলড) দেখা যায়। এজন্য পুনরায় বোর্ডে যোগাযোগ করা হয়।
এদিকে ১৮ পরীক্ষার্থীর উচ্চতর গণিত পরীক্ষায় একই ফলাফল আসার বিষয়টিতে বোর্ড কর্তৃপক্ষের সন্দেহর সৃষ্টি হলে গত ৫ আগস্ট ১৮ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৫ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বোর্ড চেয়ারম্যান, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। উচ্চতর গণিত প্রথমপত্রে তারা ১৮জন পরীক্ষার্থী কেন অধিকতর নম্বর পেলো, কিভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বোর্ড সংশ্লিষ্ট কোন কর্মকর্তার সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততা রয়েছে কিনা সে বিষয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করলে তাদেরকে বোর্ড চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক বিভিন্নভাবে ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করেন। এমনকি তারা জোরপূর্বক বোর্ডের অফিস সহকারী গবিন্দ’র নাম বলতে বাধ্য করেন। তা না করলে ১৮ শিক্ষার্থীর ফলাফল বাতিল করার হুমকি দেয়া হয়। শুধু তাই নয়, ফলাফল স্থগিত থাকা নুসরাত কবির নামের বরিশাল সরকারী মহিলা কলেজের এক ছাত্রীকে চেয়ারম্যানের বিশেষ কক্ষে নিয়ে মারধর করা হয়। এছাড়াও ওই ছাত্রীকে অফিস সহকারী গবিন্দর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার বিষয়ে জোরপূর্বক লিখিত রাখা হয়েছে। সর্বশেষ গত ৮ আগস্ট স্থগিত রাখা ফলাফল প্রকাশের কথা থাকলেও অদ্যবদি তা প্রকাশ করা হয়নি বলেও সংবাদ সম্মেলনে অভিভাবকরা অভিযোগ করেন।
তবে অভিযোগ প্রসঙ্গে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, অভিভাকরা সংবাদ সম্মেলন এমনকি চাইলে আইনি সহায়তাও নিতে পারেন। কিন্তু আমরা বোর্ডের আইনের বাইরে যাবোনা। দুষ্ট চক্রের মূল উৎপাটন করে ছাড়বো। তিনি বলেন, যে ১৮ শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল স্থগিত রয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ তা গুরুতর। তারা অসদুপায়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ বিষয়ে অনেক তথ্য প্রমান আমাদের হাতে আছে। কেননা অপরাধী অপরাধ করে কোন না কোন চিহ্ন রেখেই যায়। ওই ১৮ শিক্ষার্থীর বেলায় একই হয়েছে।
তিনি বলেন, যে ১৮ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে তারা বরিশাল বিভাগের বিভিন্নস্থানের ১০টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। কিন্তু কাকতালিয়ভাবে ওই ১৮ জনের পরীক্ষার খাতাই যেকোন একজন পরীক্ষকের হাতে পৌঁছেছে। এটা বোর্ডের কারোর সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়। তাছাড়া ১৮ জন পরীক্ষার্থীর উচ্চতর গণিত প্রথম পত্রের উত্তরপত্রের বিশেষ স্থানে একই ধরনের দাগ দেয়া রয়েছে। তাছাড়া প্রতিজনের খাতার সাথেই লুজ শিট রয়েছে। যা মুল উত্তরপত্রের সাথে পিনআপ বা রশি দিয়ে বাঁধা থাকবে। কিন্তু তেমনি করে পাওয়া যায়নি। লুজশিটগুলো আলাদা পাওয়া গেছে। এমনকি তাতে পিন মারা বা রশি দিয়ে আটকার কোন চিহ্নও নেই।
চেয়ারম্যান আরও বলেন, উচ্চতর গণিতে পরীক্ষার্থীরা যে অঙ্ক করেছেন তার মধ্যে একটি অঙ্ক নুসরাত নামের এক ছাত্রীকে পুনরায় করে দিতে বলা হয়। যতটুকু পারে ততটুকু করতে বলা হয় তাকে। কিন্তু ওই শিক্ষার্থী তাও করে দেখাতে পারেনি। এ থেকে বোঝা যায় ওই অঙ্ক সে করতে পারেনি। সুতরাং এর পেছনে অন্য কারোর হাত থাকতেই পারে।
শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অস্বীকার করে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, এটি ¯্রফে গুজব। ওই মেয়েকে আমি মা বলে ডেকেছি। ওকে নিজের মেয়ে বলে সম্বোধন করেছি সত্য ঘটনা বের করার জন্য। ওর গায়ে হাত দেয়ার প্রশ্নই আসেনা। মুলত এখন ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রই অপরাধীদের বাঁচাতে পারবে না।
পাশাপাশি যে ১৮ শিক্ষার্থী অসদ উপায় অবলম্বন করে অপরাধের সাথে সামিল হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। বিধিমোতাবেক তাদের ওই পরীক্ষা বাতিলসহ আগামি ৩ বছরের জন্য পরীক্ষা থেকে বহিঃস্কারের বিধান রয়েছে। এরইমধ্যে গত বৃহস্পতিবার চক্রের সদস্য বোর্ডের অফিস সহকারী গবিন্দকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও চেয়ারম্যান উল্লেখ করেন।