ঈদ-উল আযহার নামাজের জামাত বরিশাল জেলার সহ¯্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। যারমধ্যে নগরীর বান্দ রোডস্থ হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।
জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখা সূত্রে জানা গেছে, নগরীর বেশ কয়েকটি মসজিদে দু’টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে নগরীতে সর্বপ্রথম সকাল সাড়ে সাতটায় জেলগেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জনকণ্ঠকে বলেন, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইতোমধ্যে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া বরিশালে সবচেয়ে বড় ঈদ-উল আযহার জামাত অনুষ্ঠিত হবে শহরতলী চরমোনাই দরবার শরীফের ময়দানে। দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের নেছারাবাদ ছারছিনা দরবার শরীফ মাঠে। এ ছাড়া ঝালকাঠীর মরহুম কায়েদ সাহেব হুজুরের মাদ্রাসা মাঠে, পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রাঃ) মাজার শরীফ ময়দানে, গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সসহ জেলার সহ¯্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।