ঢাকা-বরিশাল নৌরুটের বিলাস বহুল এমভি পারাবত-১২ লঞ্চ থেকে ১৩ হাজার ৫০০ কেজি ওজনের অবৈধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহম্মেদের পরিচালনাধীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পরিবহনের অপরাধে পারাবত-১২ লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল কোস্টগার্ডের চীফ পেটি কর্মকর্তা তৈয়বুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল নদী বন্দরে পারাবাত-১২ লঞ্চে তল্লাশী চালিয়ে লঞ্চের ভেতরে মালামাল বহনের কক্ষ থেকে বস্তা ভর্তি ৩০ লাখ টাকার পলিথিন জব্দ করা হয়।