দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মজিবর রহমান (৫৫) নামের এক রোগী মারা গেছে। তিনি বরগুনা জেলার সদরের চরকলোনী এলাকার হাসেম মোল্লার পুত্র ও বরগুনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, বরগুনা থেকে এই রোগী ডেঙ্গু জ¦র ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগর রাত ১১ টার দিকে মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। এনিয়ে শেবাচিমে তিনজন ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
অপরদিকে শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ৮৪জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে পুরুষ ৫১ জন, নারী ২২ জন ও শিশু ১১জন। এ পর্যন্ত ভর্তি রোগীর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া এটাই সর্বোচ্চ সংখ্যা। অপরদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ জন রোগী। এর আগের দিন ২৪ ঘন্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ৭৪ জন রোগী ভর্তির হয়েছিলেন। হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে বরিশালে এসেছেন। তিনি আরও বলেন, শুক্রবার হাসপাতালে ২৭৫ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।