টাঙ্গাইলে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল চলাচল চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে দুর্ঘটনায় পড়া ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসটি অতিরিক্ত যাত্রীর ভারে লাইনচ্যুত হয়েছিল বলে চালক তাজুল ইসলাম জানিয়েছেন।এদিকে শুক্রবারের এ দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চল ও পশ্চিম রেলের ট্রেনগুলোর সময়সূচিতে বড় বিপর্যয় তৈরি হয়েছে।