বগুড়ার চাঞ্চাল্যকর বিএনপি নেতা ও পরিবহন মাািলক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি ,সদ্য মুক্তিপ্রাপ্ত বগুড়া পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলামকে আবারও জেল হাজতে প্রেরন।
বগুড়া কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি নেতা এ্যাড শাহীন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আমিনূল আসলামকে হাইকোর্ট বিভাগ ৬ মাসের আগাম জামিন দেয়। পরে গত গত ২ আগস্ট আমিনুল ইসলাম জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
পরবর্তিতে হাইকোর্টের দেয়া আগাম জামিনকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ মহামান্য সুপ্রিম কোর্টে আবেদন করলে ১ আগস্ট ৮ সপ্তাহের জন্য আমিনুলের জামিন স্থগিত করেন মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার জজ।
পরে এদত সংক্রান্ত এক আদেশ বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌছলে আমিনুল ইসলাম গতকাল (বৃহস্পতিবার) স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। আসামি পক্ষের শুনাণিঅন্তে করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মুহা ঃখালিদ হাসান খান আসামি আমিনুলের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে আটক দেখিয়ে ওয়ারেন্ট মূলে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিশেষ পুলিশ নিরাপত্তায় আমিনুলকে বগুড়া জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. আবু আসাদ, এ্যাড. কামাল ও এ্যাড. রূপালী।।