বৃহষ্পতিবার বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ এবং একই মাঠে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা শেষে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি আলহাজ¦ এম আবদুল লতিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান লিজা, মহিরা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা মোহাঃ মনিরুল ইসলাম।
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমানে টাকা বাংলাদেশর কাছে কোন সমস্যার বিষয় নয়। ফলে দেশ চারিদিক থেকে এগিয়ে যাচ্ছে। দেশীয় বিনিয়োগে শুধু পদ্মা সেতু নয়, আরো অনেক উন্নয়নমূলক বিভিন্ন কাজ হচ্ছে। তবে সকল উন্নয়ন কাজের ক্ষেত্রে মাষ্টার প্লান তৈরী করতে হবে। মাষ্টার প্লান থাকলে কোন কাজে অর্থ বা সম্পদ অপচয় হবে না এবং বরাদ্দের শতভাগ কাজ বাস্তবায়ন হবে। এর আগে দুপুরে বিরল উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মাদকের ব্যপারে কঠোর হুশিয়ারী আরোপ করে উপস্থিত বিরল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, যে কোন ভাবেই হোক মাদকদ্রব্যের ব্যবস্যা ও সেবন প্রতিরোধ করতে হবে।