ঈদ উল আযহাকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। বুধবার বিকেল চারটায় সরেজমিনে দেখা যায়, বিগত পাঁচ বছরের তুলনায় এদিন গরু কয়েকগুন বেশি উঠেছে। ক্রেতা-বিক্রেতারা উৎসবমূখর পরিবেশে বিভিন্ন ধরণের গরু কেনা বেচায় মত্ত রয়েছে। এই হাটের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ হতে কঠোর নজরদারীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষার জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর হতে মেডিকেল দল নিয়োজিত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উপজেলার খড়মখালী গ্রামের গরু খামার মালিক সুমন রানা, বিমল মজুমদার, প্রভাষ মন্ডল জানান, এ বছর ভারতীয় গরুর চাপ কম থাকায় বাজার মোটামুটি ভাল। তবে খরচের তুলনায় আশানুরূপ দাম পাওয়া যায়নি।
আড়-য়াবর্ণি গ্রামের বাবলু মুন্সী নিজের বাড়িতে একটি গরু দুই বছর ধরে লালন-পালন করেন। প্রায় ১৩ মণ ওজনের এই গরুটির দাম দুই লাখ ৪০ হাজার টাকা হলে গরুটি বিক্রি করবেন। ইতোমধ্যে দুই লাখ টাকা পর্যন্ত ক্রেতারা দাম বলেছে বলে তিনি জানান।