পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘বহুমূখী পাটজাত পণ্যের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সহযোগিতায় ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার। চলনবিল নারী উন্নয়ন সংস্থার কারিগরি সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারী পাট পণ্য উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন আহম্মেদ সবুজ ও রাজশাহী জুট মিলের পাট বিভাগীয় প্রধান,উপ-ব্যবস্থাপক (পাট) মোঃ জিয়াউর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন,প্রশিক্ষনার্থী রোজিনা খাতুন,প্রশিক্ষক শবনম মুস্তারী। ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে হিজড়াসহ ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রত্যেক প্রশিক্ষণ গ্রহণকারীকে সনদপত্র ও পাটের ব্যাগ প্রদান করা হয়।