দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনা মোতাবেক এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স বুধবার রাত ১১ টার দিকে দক্ষিন পারুলিয়া গ্রামের সরদার ব্রিকসের সামনে থেকে দেবহাটা উপজেলার খলিশাখালী গ্রামের হামিদ গাজীর ছেলে মোবারক ইসলাম গাজী (৩০) কে ৪৬ পিচ ইয়াবাসহ আটক করেন। সেসময় আশাশুনি উপজেলার বাশিরামপুর গ্রামের পিয়ার আলী সরদারের ছেলে আবদুল মজিদ পালিয়ে যায়। পরে মোবারকের স্বাকারোক্তি মোতাবেক মজিদকে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার এসআই হেকমত আলী গ্রেফতার করেন। এ ব্যাপারে এসআই হাসানুজ্জামান বাদী হয়ে ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৪। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ওসি বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টি স্বীকার করে জানান, মামলা পরবর্তী পুলিশী তদন্ত চলছে। মাদকের সাথে যারা জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা।