আমতলী উপজেলার গুলিশাখালী হালিমা খাতুন নিু মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। লামিয়া ষষ্ঠ শ্রেণী থেকেই ক্লাশের প্রথম হয়ে আসছে। লামিয়ার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামে। বাবা আলমগীর চৌকিদার বেশ কিছুদিন ধরে মেয়েকে বিয়ে দেয়ার জন্য উঠে পরে লেগেছেন। এফিডেবিট করে বয়স বাড়িয়ে জন্ম সনদও তৈরী করেছেন।বাল্য বিয়ের সংবাদ পেয়ে লামিয়ার স্কুলের শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, লামিয়ার বাবা জোর করে বাল্য বিয়ে দেয়ার সব ধরণের ব্যবস্থা করেছেন। যদিও লামিয়ার বাবার সাথে ০১৭০৭৬২০১৪০ নম্বরে যোগাযোগ করলে তিনি তা অস্বীকার করেন। কিন্তু কিছুক্ষন পরেই লামিয়ার আÍীয় পরিচয় দিয়ে একজন ফোন করে বলেন আমাদের কাছে জন্ম সনদ আছে তাতে লামিয়ার বয়স ১৮ এর বেশী। তবে লামিয়ার বয়স ১৮ বছরের বেশী হলেও লামিয়ার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে বিয়ে দেয়া যাবে না। লামিয়ার সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, বিয়ে নয়, আমি লেখা পড়া করতে চাই, অনেক বড় হতে চাই। পটুয়াখালীর জেলা প্রশাসক,পুলিশ সুপার ,সদর ইউএনও সহ সকলের কাছে আবেদন জানাই আসুন লামিয়ার বাল্য বিয়ে বন্ধ করে লামিয়ার স্বপ্ন বাচাই।