সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আরেকটি টারবাইন হলের ভিত্তি নির্মাণের কাজ শেষ হয়েছে।দুদিন আগে দ্বিতীয় টারবাইন হলটির ভিত্তি স্ল্যাবের কনক্রিট ঢালাইয়ের কাজ শেষ হয়েছে বলে বৃহস্পতিবার প্রকল্প বাস্তবায়নকারী রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এতে বলা হয়, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটে গত ৬ অগাস্ট টারবাইন হলের ভিত্তি স্ল্যাবের কাজ সম্পন্ন হয়েছে। প্রথম ইউনিটের টারবাইন হলের ভিত্তি স্ল্যাব নির্মাণ সম্পন্ন হয় চলতি বছরের ৩০ জানুয়ারি।“রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট সের্গেই লাসতোচকিন জানান, প্রকল্প বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন টারবাইন হলের দেয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।”তিনি জানান, রূপপুর প্রকল্পের কাজ নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে চলছে। প্রথম ইউনিটটি ২০২৩ এবং দ্বিতীয়টি ২০২৪ সালে বিদ্যুৎ উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।একলাখ এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনার রূপপুরে, যেখানে দুটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে ২০১৫ সালে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের চুক্তি হয়।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থাসম্বলিত সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের প্রযুক্তি দিয়ে নির্মাণ করা হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র। ব্যবহৃত তেজষ্ক্রিয় জ¦ালানি সরিয়ে নিতেও রাশিয়া বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, টারবাইন হলে স্থাপিত হবে টারবাইন এবং বাষ্প জেনারেটর। রিয়্যাক্টর কোরের মধ্য দিয়ে প্রবাহিত কুল্যান্ট (শীতলকারী পানী অথবা গ্যাস) রিয়্যাক্টরে উৎপন্ন তাপ অপসারণ করে বাষ্প জেনারেটরে নিয়ে আসে।
“এই তাপশক্তি বাষ্প জেনারেটরে বাষ্প উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। বাষ্পের যান্ত্রিক শক্তি টারবাইন জেনারেটরে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এই বিদ্যুৎ বৈদ্যুতিক লাইনের সাহায্যে গ্রাহকদের কাছে পৌঁছে যায়।”