লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা ও শিশু সংস্থা (তথ্য আপা প্রকল্পের) উদ্যোগে নারী ডিজিটাল বাংলাদেশ গঠার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রামগঞ্জ তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তারের সভাপতিত্বে এবং অফিস সহায়ক মোঃ আরিফ হোসেনের উপস্থাপনায় বৈঠকে সরকারের উন্নয়ন,নারী ক্ষমতায়ন,তথ্য প্রযুক্তির বিপ্লব সহ নানাবিধ বিষয়াদি নিয়ে বক্তব্য রাখেন ইছাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শহিদ উল্যাহ,তথ্য সেবা সহকারী উম্মে সায়মা,সাংবাদিক আবু তাহের,বেলায়েত হোসেন বাচ্চু,উদ্যোগতা কামাল হোসেন প্রমুখ।