লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ের নৈশ প্রহরী নিয়োগে অর্থবানিজ্যের অভিযোগ উঠায় বুধবার বিকেলে নিয়োগ কমিটি জরুরী সভায় নিয়োগ স্থগিত করেছে।
সুত্রে জানায়,উপজেলার শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ের নৈশ প্রহরী নিয়োগ কমিটি অর্থবানিজ্যের মাধ্যমে সার্টিফিকেট জাল-জালিয়াতকারী প্রার্থীকে বর্হিভূত ভাবে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নেয়। ওই পদে আবেদন করায় একাধিক প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ইছাপুর ইউপির চেয়ারম্যান শহিদ উল্যাহ তদন্ত করে অর্থবানিজ্যের সত্যতা পেয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারে নিকট লিখিত অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষা স্থগিত করে। নিয়োগ কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কমিটির সভাপতি আমির হোসেন খান বলেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্যাহ উদ্দেশ্য প্রনোনীত হয়ে অভিযোগটি করেছে। অর্থবানিজ্যের অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।