মেট্রোপলিটন বিমানবন্দর থানার সহকারি কমিশনার (এসি), অফিসার ইনচার্জ (ওসি) এবং একজন এসআইকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বিএম কলেজের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার রিপোর্টের প্রেক্ষিতে উল্লেখিতদের সরিয়ে নেওয়া হয়েছে।
যদিও বরিশাল মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করে বলছেন, প্রশাসনিক কারণে তাদের থানা থেকে সরিয়ে দিয়েছে হেডকোয়াটার্স। তিন কর্মকর্তার মধ্যে ওসি মাহাবুব-উল ইসলামকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এবং এসআই মোঃ মনিরকে ট্যুরিস্ট পুলিশের সংযুক্ত করা হয়েছে। আগামী ১৫ আগস্টের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করার জন্য একটি পরিপত্র জারি করা হয়েছে। তবে সহকারি কমিশনার (এসি) আব্দুল হালিমকে বদলি করে কোথায় সংযুক্ত করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক তিন কর্মকর্তা বদলির বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেছেন। তবে থানা পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, গত ৩ মে নগরীর ফিসারি রোড এলাকার একটি বাসা থেকে বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী মিলি ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কলেজ ছাত্রীর এ মৃত্যুর ঘটনাটিকে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হত্যা দাবি করে প্রেমিক স্কুল শিক্ষক পুলিন চন্দ্রকে দায়ী করা হয়। এমনকি এ ঘটনায় ওই শিক্ষককে আসামি করে নিহত কলেজ ছাত্রীর পরিবার একটি হত্যা মামলা দায়ের করতে উদ্যোগি হয়। কিন্তু পুলিশ বিষয়টিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে দাবি করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কলেজ ছাত্রীর পরিবার আদালতে একটি হত্যা মামলা দায়ের করতে গেলে বিচারক পুলিশের তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলেন। এরইমধ্যে নগরীর সরকারী মডেল স্কুল অ্যান্ড কলেজের গণিত বিষয়ের শিক্ষক পুলিন চন্দ্রকে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে রহস্যজনকভাবে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হলেও দুই মাস কারাবাসের পর পুলিন চন্দ্র মুক্তি পান। এদিকে কলেজ ছাত্রীর এক স্বজন একটি বিশেষ গোয়েন্দা সংস্থার কাছে পুরো বিষয়টি অভিযোগ আকারে তুলে ধরলে তারা তদন্ত করে পুলিশ হেডকোটার্সে প্রতিবেদন প্রেরণ করে।
সূত্রমতে, ওই প্রতিবেদনে মামলাটির তদন্ত নিয়ে অনিয়মের অভিযোগ করা হয়। পাশাপাশি এ ঘটনায় সংশ্লিষ্ট তিন কর্মকর্তার শাস্তি দাবি করা হয়েছে। সেক্ষেত্রে ধারনা করা হচ্ছে, ওই তদন্ত প্রতিবেদনের পরেই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে ওসি মাহাবুব উল ইসলামের দাবি, কলেজ ছাত্রীর মৃত্যু যে হয়েছে সেটি ময়নাতদন্তের প্রতিবেদনেও উঠে এসেছে। সেই প্রতিবেদনটি হাতে পাওয়ার পরে কেন্দ্রীয় পুলিশকে অবহিত করা হয়েছে। বিষয়টি সম্পর্কে হেডকোয়াটার্স তদন্ত করলেই পুরো বিষয়টি অবগত হবে বলেও ওসি উল্লেখ করেন।