জেলার গৌরনদী উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার ইসরাত জাহানের সাথে বৃহস্পতিবার সকালে পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে মতবিনিময়কালে তাকে ফুলের শুভেচ্ছা জানান সাংবাদিকরা। সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সহ-সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারণ সম্পাদক বদরুজ্জামান খান সবুজ, সহ-সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বাবু, দপ্তর সম্পাদক মাকসুদ আলী সুমন, সহ-প্রচার সম্পাদক জামিল মাহমুদ, সাংবাদিক হাসান মাহমুদসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।