নগরীর জাগুয়া ইউনিয়নের চৌপাশার পুল নামক এলাকায় বৃহস্পতিবার ভোরে র্যাব-৮ এর সদস্যদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মালেক ফকির ওরফে শহিদুজ্জামান মালেক ওরফে আবদুল মালেক হাওলাদার নগরীর কেডিসি এলাকার বাসিন্দা ইমতিয়াজ ওরফে এনতাজ ফকিরের পুত্র।
র্যাব-৮ এর মিডিয়া উইং কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) রইস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে র্যাব-৮ এর একটি বিশেষ অভিযানিক দল নগরীর জাগুয়া চৌপাশার পুল এলাকায় অভিযানে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আকস্মিক গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে র্যাব-৮ এর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ হয়ে পরে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ, ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ দুই হাজার ১২৯ টাকা উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্রে আরও জানা গেছে, পরে নিশ্চিত হওয়া গেছে নিহত ব্যক্তি আবদুল মালেক হাওলাদার ওরফে মালেক ফকিরের বাড়ি নগরীর কেডিসি এলাকায়। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।