”পিতামাতার ক্ষমতায়ন করুন, বুকের দুধ খাওয়ান সক্ষম করুন” এই প্রতিপাদ্য বিষয়য়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালের বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে ”মাতৃদুগ্ধ সপ্তাহ”। সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে র্যালি, সভা, সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসডিএফ’র অর্থায়নে ও সীমান্তিক’র উদ্যোগে বরিশালের বাবুগঞ্জ,উজিরপুর, বানারিপাড়া এবং মুলাদী উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন গ্রামের পাঁচশত এর অধিক কিশোরী, গর্ভবতী, দুগ্ধদানকারী মা ও শাশুড়ী ওই র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করতে এবং শিশু স্বাস্থ্যের উন্নতি ঘটাতে আয়োজিত এ কর্মসূচীতে এসডিএফ ও সীমান্তিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ নানা বিষয়ে আলচনা করেন। বক্তারা বলেন মায়ের ‘শাল দুধ’ শিশুর সারাজীবনেররোগ প্রতিষেধক টিকা। মায়ের দুধ শিশুদের সর্বোৎকৃষ্ট খাবার, শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই। তাই ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ এবং এরপর দু’বছর বা তারও বেশি বয়স পর্যন্ত পরিপুরক খাদ্যের সঙ্গে নিয়মিত ভাবে বুকের দুধ খাওয়াতে হবে তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাই শিশুর জন্মের পর থেকে মায়ের দুধ ছাড়া অন্য কিছু না খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানানো হয়।