বরিশালের বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী মোসাঃ সাজেদা খাতুন মুক্তা (২০) কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা
মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনাটি ঘটছে বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের আঃ ছত্তার হাওলাদারের বাড়ি। মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ২ টার দিকে উত্তর দেহেরগতি গ্রামে নিজ ঘরের কলেজ ছাত্রীর শয়ন কক্ষে প্রবেশ করে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যার চেষ্টা করেছে র্দুবৃত্তরা। এ সময় কলেজ ছাত্রীর আতœচিৎকার শুনে ঘরের লোকজন জেগে উঠে এবং এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহত কলেজছাত্রী মোসাঃ সাজেদা আক্তার মুক্তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আহত কলেজ ছাত্রীর অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিক্ষার্থীর মা মোসাঃ ছাহেরা বেগম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যার চেষ্টার মামলা দায়ের করেন। কলেজছাত্রী মোসাঃ সাজেদা খাতুন মুক্তা উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের মৃত আঃ ছত্তার হাওলাদারের কন্যা। বাবুগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আবদুর রহমান মামলার কথা স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ ঘটনাস্থল পরির্দশন করেছেন।