বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বন্দরের বিভিন্ন অলিগলিতে চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি পড়লেই অলিগলি পানিতে ভরে যায়। অলিগলিতে পানি জমে থাকার ফলে হাটে আসা ক্রেতা বিক্রেতা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়েন মহাবিপাকে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় গলির মধ্যে পানি জমে থাকার কারণে চলাচলে ব্যাঘাত ঘটছে। বাবুগঞ্জ বন্দরের ব্যবসায়ীরা বন্দরের রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের আশু হস্তক্ষেপ কামনা করছেন। সরেজমিনে, গিয়ে দেখা যায় উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত শতবছরের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বন্দরের চারটি অলিগলিতে পানি জমে একাকার হয়ে আছে। বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা কষ্ট করে কাঁদা পানি পেরিয়ে এ দোকান থেকে অন্য দোকানে কেনাকাটা করছেন। বাজারে আশা বিক্রেতাদের অভিযোগ তারা খাজনা পরিশোধ করে বেচাকেনা করছেন, অথচ নূণ্যতম সেবাটুক পাচ্ছেনা বাবুগঞ্জ বাজারে এসে। শিক্ষার্থীদের অভিযোগ বাবুগঞ্জ বন্দরের মধ্যে দিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে যেতে হাতে জুতা খুলে যেতে হচ্ছে। এ ব্যাপারে বাজার কমিটির সাংগঠনিক সস্পাদক ও জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম পারভেজ বলেন, বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী ও হাটে আশা ক্রেতা,এবং পথচারীদের সুবিধার্থে জেলা পরিষদের মাধ্যমে অচিরেই কিছুটা সংস্কার করে বাজারের কিছুটা মান উন্নয়ন করে ব্যবসায়ী ও ক্রেতাদের দূর্ভোগ লাঘব করা হবে।।