শিক্ষার্থীদের সততার চর্চা করাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগীতায় গতকাল বুধবার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ নামে একটি দোকানী বিহীন দোকান এর উদ্বোধন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার আবদুর রশিদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম, অ্যাকাডেমিক সুপার ভাইজার মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আবদুল খালেক খান, দুপ্রক এর সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম মিলন প্রমূখ।
উল্লেখ্য ‘সততা স্টোর’ নামের এ দোকানে শিক্ষা উপকরণ বিক্রি করা হবে আর ক্রেতা শিক্ষার্থীরা নিজেরাই সেচ্ছায় পন্য ক্রয় করে এর মূল্য পরিশোধ করবে।