লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ গরুর বাজারে গরু গায়ে পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।বুধবার সন্ধায় সদর উপজেলার ভবানীগঞ্জ বাজারের গরুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলার ঘটনায় ১০ জন আহত হলে গুরুত্বর আহত অবস্থায় নিশান ও নিশান ও সোহেল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে কর্তরত চিকিৎসক আবাসিক মেডিকেল কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,সংঘর্ষের আহতদের মধ্যে নিশান ও সোহেলের মাথা,শরিয়ে দায়ের কুপের আঘাত লেগেছে। তবে তাদের চিকিৎসা চলছে। তাদের উন্নত চিকিৎসার ঢাকায় চিকিৎসার রেফার করা হয়েছে।
সদর থানার এস আই জিয়াউল হক জানান, অহেতুক গায়ে গরু পড়াকে কেন্দ্র করে কিছু বুঝে উঠার আগে কয়েকজন সংঘর্ষে ঝড়িয়ে পরে। এদের মধ্যে মাথায় আঘাত প্রাপ্ত দু’জনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যের সামান্য হয়েছে। তিনিসহ টহল পুলিশ তাৎক্ষনিক গিয়ে পরিস্থিতি নিয়ন্তনে আছে।