স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল সাড়ে ১১টায় স্থানীয় খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনির প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজুল ইসলাম, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খোরশেদুজ্জামান, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক তাজমুন আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।