ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন আয়োজনে আজ বুধবার সকালে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন ও আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন মনির প্রমূখ।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে করনীও, রোগের লক্ষন, রোগীদের বাড়িতে চিকিৎসা ও পারিবারিক সচেতনতা, বাড়িতে অবস্থান করা রোগীদের বিপদ সংকেত সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন। সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য উপস্থিত সকল জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের আলোচ্য বিষয়গুলো তৃণমূল পর্যাযে সর্ব সাধারণের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।