নগরীর বহুতল সকল ভবনের ছাদে ওঠা সম্ভব নয়, তাই ভবনগুলোর ছাদে পানি জমে আছে কিনা তা দেখতে ড্রোন ক্যামেরা ব্যবহার করছে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকা- সরাসরি তদারকি করছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বুধবার সকালে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জনকণ্ঠকে বলেন, রাজধানীতে ডেঙ্গু জ¦র দেখা দেয়ার পর পরই বরিশাল নগরীতে সিটি মেয়রের নির্দেশে সচেতনামূলক প্রচারণা চালানো হচ্ছে। অফিস, আদালত, বসতবাড়িতে যেসব স্থানে এডিস মশার বংশবিস্তার হতে পারে তা পরিস্কার রাখার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়রের নির্দেশে ময়লা আবর্জনা পরিস্কার করে মশার ওষুধ ছিটানো কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, নগরীতে অসংখ্য বহুতল ভবন রয়েছে। সকল ভবনের ছাদে ওঠা সম্ভব নয়, তাই বহুতল ভবনের ছাদে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ বা লার্ভা রয়েছে কিনা তা সন্ধানে মেয়র সাদিক আব্দুল্লাহর নির্দেশে ড্রোন ব্যবহার করা হচ্ছে। কোথাও এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ দেখা গেলেই সাথে সাথে কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ছুটে যাচ্ছেন। কোন ভবনে লার্ভার অস্তিত্ব পাওয়া গেলে ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।