“নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই শ্লোগানে ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি উপজেলায় একযোগে জনসচেতনতা তৈরী ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসচেতনতা তৈরী ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। পরে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি জনসচেতনতা র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। পরে স্কুল প্রাঙ্গন ও আশপাশের এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন, পুলিশ সুপার (রেঞ্জ অফিস) হারুন অর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব একেএম গালিভ খানসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অনেক শ্রেনি পেশার মানুষও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে অংশ নেন।
এছাড়া জেলা প্রত্যেক উপজেলায় নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।