কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ‘মান সম্মত শিক্ষা, শেখ হাসিনা’র দীক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়ের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী রিক্তা চৌধুরী, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, অভিভাবক রোকসানা পারভীন প্রমুখ। সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক, মানেজিং কমিটির সদস্য ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।