কালিগঞ্জে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম মোড়ল (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মুজিবুর রহমান মোড়লের ছেলে।
থানার সহকারী উপপরিদর্শক সাইদুর রহমান জানান, আবুল কালাম একজন চিহ্নিত চোর এবং মাদকসেবী। গত রবিবার গভীর রাতে সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মঈনুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দু’টি ব্যাটারি এবং একই রাতে বালিয়াডাঙ্গা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মোহাম্মদ আলীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে সে ব্যাটারিগুলো বিভিন্ন স্থানে বিক্রি করে। বিষয়টি জানাজানি হলে চোর আবুল কালাম মোড়ল আত্মগোপন করে। একপর্যায়ে সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে জনতা উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পুলিন বাবুর হাটখোলা নামক স্থান থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে আবুল কালাম মোড়লকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।