আসুন দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শাঁখচূড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষকমন্ডলীসহ চার শতাধিক শিক্ষার্থী ও সততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান, এডভোকেট। এ উপলক্ষে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান. এডভোকেট।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি নিরুপমা দেবনাথ, সদস্য আজিম উদ্দিন মাষ্টার, সদস্য গোলাম মাহমুদ ফারুকী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আকবর হোসাইন, সিনিয়র সহকারী শিক্ষক ইউনুছ আলী, সপ্তম শ্রেণির শিক্ষার্থী শ্রাবনী আক্তার ও নবম শ্রেণির শিক্ষার্থী কৌশিক চন্দ্র বর্মন প্রমূখ।